
আগামী ৭-১০ এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র আয়োজনে “বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫” অনুষ্ঠিত হবে। সামিটের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা, জুলাই বিপ্লব-পরবর্তী অর্থনৈতিক সংস্কার প্রদর্শন করা এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ সংযোগ তৈরি করা।
গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান জনাব আশিক চৌধুরী জানান, ইতোমধ্যেই ৫০টি দেশের ২,৩০০-এর বেশি বিনিয়োগকারী নিবন্ধন করেছেন, যার মধ্যে ৫৫০ জনের বেশি বিদেশি বিনিয়োগকারী রয়েছেন। শীর্ষ নিবন্ধিত দেশগুলোর মধ্যে রয়েছে চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, সিঙ্গাপুর এবং জাপান।
সামিটে বিশ্বের শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যক্তিত্বরা অংশ নেবেন, যাদের মধ্যে রয়েছেন জারা গ্রুপের সিইও অস্কার গার্সিয়া মেসেইরাস, ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলাইয়েম, ব্রিটিশ ব্যারোনেস রোজি উইন্টারটন, স্যামসাং সি অ্যান্ড টি-র ভাইস প্রেসিডেন্ট কিয়ংসু লি, গিওর্দানো-র সিইও জুনসিওক হান, এক্সেলারেট এনার্জির প্রেসিডেন্ট স্টিভেন কোবোস, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের উবারের পাবলিক পলিসি প্রধান মাইক অর্গিল এবং মেটার পাবলিক পলিসি ডিরেক্টর সারিম আজিজ।
এছাড়াও, বি ক্যাপিটাল, গবি, কনজাংশন, মারুবেনি এবং জি এফ আর এর মতো ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানগুলো স্টার্টআপ বিনিয়োগ ও ডিজিটাল অর্থনীতির প্রসারে কাজ করবে।
Bangladesh Investment Development Authority (BIDA) will organize the “Bangladesh Investment Summit 2025” from April 7-10 at Hotel InterContinental Dhaka in the capital. The main objective of the summit is to highlight the investment potential of Bangladesh, showcase the post-July Revolution economic reforms and build long-term investment linkages.
BIDA Executive Chairman Ashik Chowdhury said more than 2,300 investors from 50 countries have already registered, including more than 550 foreign investors. The top registered countries include China, the United States, the United Kingdom, India, Singapore and Japan.
The summit will be attended by global leading corporate personalities including Oscar García Messires, CEO of Zara Group, Sultan Ahmed bin Sulayem, Chairman of DP World, Rosie Winterton, British Baroness, Kyungsu Lee, Vice President, Samsung C&T, Junseok Han, CEO of Giordano, Steven Kobos, President, Excelerate Energy, Mike Orgill, Head of Public Policy, Uber, Asia-Pacific, and Sarim Aziz, Public Policy Director, Meta.
In addition, venture capital firms like B Capital, Gobi, Conjunction, Marubeni and GFR will work to promote startup investment and digital economy.
Leave a Reply